পৃষ্ঠাসমূহ

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫

আাসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নানা ব্যস্ততায় আপনাদের কাছথেকে অনেক দূরে ছিলাম এত দিন। তবে আজ ফিরে এলাম নতুন কিছু নিয়ে। তো চলুন দেখাযাক নতুন কি থাকছে আপনাদের জন্য।
আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, টেলিটক স্কুল কলেজের ছাত্র ছাত্রিরে জন্য টেলিটক বর্নমালা সিম বাজারে ছাড়ছে। আর তা পাওয়াযাবে টেলিটকের ২১ বইমেলার প্যাভিলনে যেয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে। কিন্তু একুশে বইমেলা তো ঢাকাতে হবে তাহলে আমরা যারা ঢাকার বাহিরে থাকি তারা কি আঙ্গুল চুসব্। মোটেও না। তাহলে চলুন দেখে নিই আমরা ঢাকার বাহিরে থেকে কিভাবে ঘড়ে বসে টেলিটক বর্নমালা সিম এর জন্য রেসিস্ট্রেশন করতে পারব। রেজিস্ট্রেশন শুরু ১ ফেব্রুয়ারী হতে.......
১. প্রথমে নিচের ছবিটা ডাউনলোড করেন । অথবা ছবির নিচে দেয়া লিংক হতে ডাউনলোড করুন
২. এবার ছবি বা রেজিস্ট্রেশন ফর্মটা প্রিন্ট করে নেন।
৩. এখন এটি স্ব-হস্তে পূরন করে bornomala@teletalk.com.bd এই ইমেইল ঠিকানায় সংযুক্তি হিসাবে পাঠিয়ে দিন।
আপনার কাজ শেষ এবার শুধু অপেক্ষার পালা......
এবার আসুন টেলিটকের আরেকটি আকর্ষনীয় প্যাকেজ সমন্ধে জানি
এই প্যাকেজের নাম টেলিটক কর্পোরেট 3G
কলরেট
যতগুলো সিম একসাথে নিবেন সবার সাথে ভয়েস ও ভিডিও কল 25 পয়সা মিনিট সাথে ১ সেকেন্ড পালস 24 ঘন্টা 
 হতে টেলিটক ভয়েস ও ভিডিও কল 30 পয়সা মিনিট সাথে ১ সেকেন্ড পালস 24 ঘন্টা 
টেলিটক হতে অন্যান্ন 60 পয়সা মিনিট সাথে ১ সেকেন্ড পালস 24 ঘন্টা 
যতগুলো সিম একসাথে নিবেন সবার সাথে SMS 25 পয়সা অন্য সব অপারেটর 30 পয়সা
এছাড়াও সাস্রয়ি মূলে ইন্টারনেট।
*** উপরের সকল কল ও এস এম এস রেট কোন রকম রিচার্জ বা অন্য কোন সর্ত ছারাই সারা জীবন কার্যকর থাকবে।
কর্পোরেট সিম নিতে প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো লাগবে তা হল-
১. ট্রেড লাইসেন্স ( অবস্যই প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানির হতে হবে। দোকানের হলে হবে না)
২. টি এন রেজিস্ট্রেশন এর ফটোকপি।
৩. কোম্পানি লেটার হেড প্যাড
৪. কোম্পানি বা প্রতিষ্ঠানের কার্যাদেশ ও কর্মচারী কর্মকর্তা বিবরনী।
উপরোক্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে নিকটস্ত টেলিটক কাস্টমার কেয়ারে যেতে হবে। এর পর লেটার হেড প্যাডে আপনার কয়টি সিম লাগবে তা জানিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ১৫-২০ দিনের মধ্যে আপনাকে সিম দেয়া হবে।
*** একসাথে অবস্যই কমপক্ষে ৫ টি সিম নিতে হবে।
বিদ্রাঃ যদি কেউ কর্পোরেট সিম নিতে চান কিন্তু আপনার উপরের ডকুমেন্ট গুলো না থেকেথাকে অথবা আপনার ২ টি বা ১ টি সিম লাগবে অথচ আপনি সিম নিতে আগ্রহী তাহলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন। আমি চেষ্টা করব।
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন।

*** অনেকেই মোবাইল দিয়ে টিটি ব্রাউস করেন আবার অনেকেই স্লো নেট প্যাকেজ ব্যবহার করে টিটি ব্যবহার করেন তারা ভিডিও টিউটরিয়াল দেখে ফটোসপ শিখতে পারেন না কিন্তু শিখতে আগ্রহী । এমন আগ্রহীদের জন্য আমি নিয়ে আসছি....

চেইন টিউন “স্ক্রিন সর্টে ফটোসপ” 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Blog Archive

শাকিল আহম্মেদ শিমুল-দূরন্ত বালক. Blogger দ্বারা পরিচালিত.

Popular Posts

Recent Posts

Text Widget