আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ও ভালো। আবার আপনাদের সামনে হাজির হলাম চরম এক আইডিয়া নিয়ে। কিছু সময় আগে একটা পোষ্ট দিয়েছিলাম
এবার আপনাদের দেখাব কি ভাবে মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি প্রিন্ট করে নেবেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
প্রথমেই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি নিন যার সাইজ হবে নিচের মত দরকার হলে রিসাইজ করে নিন। Width 1.5 inch & Height 1.9 inch resolution 300
- এবারে File---New এ ক্লিক করুন preset 4X6 সিলেক্ট করে ওকে করুন
- এবার নিচের চিত্রের মত করে সিলেক্ট করুন Image--Rotate Canvas--90* CW
- এখন Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে প্রথমে ৬ টি ছবি কে সাজিয়ে নিন।
- এখন আপনার পূর্বের একক পাসপোর্ট ছবিটি সিলেক্ট করে Image--Image Size হতে নিচের মত Width 0.8in & Height 1.013 করে নিন
- রি-সাইজ করা ছবিটি সিলেক্ট থাকা অবস্হায় আবার ও নিচের চিত্রের মত ক্লিক করুন Image--Rotate Canvas--90* CW
- এবার আপনার স্ট্যাম্প সাইজ ছবি গুলো Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে সাজিয়ে নিন।
- কাজ শেষ এবারে আপনার ছবিটি JPEG ফরমেটে সেভ করে বের হয়ে আসুন।
- এখন এটি হল একটি 4R সাইজের ছবি যা ডিজিটাল ল্যাব হতে প্রিন্ট করতে ৭ টাকা নিবে তবে আপনাকে হয়তো মিনিমাম ৩ কপি ছবি নিতে হবে মানে তিন কপির জন্য আপনার খরচ হবে ২১ টাকা আর ছবি পাবেন মোট ৩০ টা । আর এই ছবি সাধারন স্টুডিও হতে ১ কপি প্রিন্ট করতে ১৫ টাকার বেশি নেবেনা।
- বিদ্রঃ যাদের কম্পিউটার নাই তারা আমাকে আপনাদের ছবি তুলে ফেসবুকে মেসেজ করে পাঠাতে পারেন আমি আপনাদের এভাবে বানিয়ে পাঠিয়ে দিব। তবে ছবির মান যেন ভালো হয় চাইলে মেইলেও দিতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন