আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ও ভালো। আবার আপনাদের সামনে হাজির হলাম চরম একটি Android App নিয়ে। হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন এর কাজ কি তারপরও কিছু প্যাচাল হোক-
আসলে তরুন প্রজন্মের আমরা যারা আছি তাদের যদি বাবার প্রচুর টাকা থাকে তো হিসাব করে চলতে হয় না তবে যারা মধ্যবিত্য অথবা নিজে আয় করে চলেন তারা সব সমই নিজের খরচের একটা হিসাব রাখতে চান আর তাদের কখা মাথায় রেখেই আমার এবারের আয়োজন ( স্যরি টিউন )।
চলুন প্রথমেই জেনেনিই কি কি সুবিধা থাকছে এই এপ্সটিতেঃ-
- আপনি আলাদা আলাদা ক্যাটেগরি ও সাব ক্যেটেগরি তে আপনার প্রতিদিনের আয় ব্যায় হিসাব করতে তথা যোগ করতে পারবেন।
- আয় ও ব্যায়ের জন্য আলাদা আলাদা ভাবে নিজে ক্যাটেগরি ও সাব ক্যাটেগরি বানাতে পারবেন।
- এটি ফুল ভার্সন তাই ডিফলট ক্যাটেগরিও এডিট করতে পারবেন।
- আপনার ই-মেইল দিয়ে রেজিস্টার করে নিলে আপনার আয় ব্যায়ের তথ্য অটোমেটিক ভাবে ক্লাউডে ক্যাটেগরি অনুসারে আপলোড হবে এবং অন্য কোন ডিভাইসে আপনি আপনার ইমেইল দিয়ে ওই এপ্স চালু করলে আপনার ডাটা অটো সিনক্রোনাইজ হবে।
- বাংলাদেশি কারেন্সি ও বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন আপনার ক্যাটেগরিতে।
- আপনার ডাটাগুলো ভিভিন্ন ফরমেটে মেমোরীতে সেভ করে নিতে পারবেন।
- আপনার সকল আয় ব্যায় একসাথে বা ক্যাটেগরি অনুসারে দেখতে পারবেন।
- এপ্সটির ইন্টারফেস খুবই সুন্দর।
- সম্পুর্ন এড ফ্রি।।
তো আর কি এবার ডাউনলোডের পালা নিচ থেকে ডাউনলোড করে নিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন